কুষ্টিয়া প্রতিনিধি, ওয়াহিদুজ্জামান অর্ক
বঙ্গ বন্ধুর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া জেলা মোটর চালক লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মহাফিলের আয়োজন করা হয়। বটতৈলের নিজস্ব কার্যালয়ে বাদ আছর দোয়া পাঠের পর কাঙালী ভোজের খিচুড়ি বিতরণ করা হয়। শোক দিবসের আলোচনা সভায় সংগঠনের সভাপতি মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আজগর আলী। বিশেষ অতিথি ছিলেন বটতৈল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ডাঃ মিজানুর রহমান মিজান।
প্রধান অতিথির বক্তব্যে আজগর আলী বলেন বঙ্গবন্ধুর সপরিবারে শাহাদাত বরণ বিশ্ব ইতিহাসের অনন্য নৃশংস হত্যাকাণ্ডের নজীর।শোক শক্তিতে রূপান্তরিত করে জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তি শালি করতে হবে, যাহাতে বংগবন্ধুর কন্যা বঙ্গ বন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে পারে।অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহ সভাপতি আশরাফুল ইসলাম, বিপুল হোসেন, এনামুল ইসলাম, কারিমুল হক কালাম সহ সভাপতি, সহ সাংগঠনিক মকবুল হোসেন, জহুরুল হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক রবিউল মিয়া, বন পরিবেশ সম্পাদক মনিরুল ইসলাম জনি, নিজাম উদ্দিন সরকার, খুরশিদ আলম, শফিকুলের ইসলাম টুটুল, ইয়ার মালিথা, বাদশা শেখ, সিরাজুল ইসলাম, মনির, খাইরুল ইসলাম, মিজানুর রহমান প্রমুখ। কুষ্টিয়া জেলা মোটর চালক লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা অনুষ্ঠানের সার্বিক তত্বাবধান ও সঞ্চালনায় ছিলেন।